ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আমলের মতো কারচুপির ষড়যন্ত্র করছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর শাহবাগ শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির ঢাকা মহানগর ও জেলা শাখার সভায় তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দিকে আমরা যাচ্ছি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি আমরা চাই না, কিন্তু নির্বাচনের প্রক্রিয়ায় একটি প্রি-ইঞ্জিনিয়ার্ড নির্বাচন আবার জাতিকে উপহার দেওয়া হতে পারে।
তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল সচিবালয়ে ডিসি ভাগাভাগি করছে এবং ব্যাংক ও স্কুল কমিটি নিয়ন্ত্রণ করে কেন্দ্র দখল করতে চেষ্টা করছে। এছাড়া, সেনানিবাসে থাকা এক ব্যক্তি নির্বাচনে প্রভাব খাটানোর ষড়যন্ত্র করছেন।
হাসনাত নেতাদের উদ্দেশ্য বলেন, রাজনৈতিক কর্মসূচি পুলিশের সুরক্ষায় নয়, নিজের উদ্যোগে পরিচালিত হতে হবে। আত্মনির্ভরশীল হোন এবং অন্য দলের প্রলোভনে যাবেন না।
তিনি সতর্ক করেছেন, সোশ্যাল মিডিয়ার প্রোপাগান্ডায় গা না ভাসাতে এবং দলের মধ্যে গুপ্তচর বা স্যাবোটাজ সনাক্ত করতে।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং অন্যান্য জ্যেষ্ঠ নেতারা।
এম
আপনার মতামত লিখুন :