ছবি: প্রতীকী
নির্বাচন কমিশন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তাদের নতুন নির্বাচনী প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে গেজেট প্রকাশ করেছে। এ সিদ্ধান্ত গ্রহণের পরেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সন্তুষ্ট নয়।
দলটির যুগ্ম সদস্য সচিব জহুরুল ইসলাম মুসা সাংবাদিকদের বলেন, ‘আমাদের শাপলা কলি দেওয়া হলে তা আমরা মানি না। আমরা শাপলাই চাই। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট নই।’
তিনি আরও বলেন, ‘এর আগে আমরা বারবার নির্বাচন কমিশনের সঙ্গে শাপলা প্রতীক পাওয়ার জন্য বৈঠক করেছি। আমাদের অবস্থান স্পষ্ট-শাপলা ছাড়া নিবন্ধন নেওয়া হবে না।’
নির্বাচন কমিশনের এ নতুন তালিকা অনুযায়ী, সব মিলিয়ে নির্বাচনী প্রতীকের সংখ্যা এখন ১১৯টি। যদিও ‘শাপলা কলি’ যুক্ত করা হলেও জাতীয় নাগরিক পার্টির মূল দাবিটি মানা হয়নি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দীর্ঘদিন ধরে তাদের দলীয় প্রতীকের জন্য শাপলা চেয়ে আসছে। দল বারবার জানিয়েছে, শাপলা ছাড়া তারা নিবন্ধন গ্রহণ করবে না। তবে ইসির নতুন তালিকায় শাপলার পরিবর্তে ‘শাপলা কলি’ যুক্ত করার ফলে দলটির অসন্তোষ প্রকাশিত হলো।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনী প্রতীকের বিষয়টি দলটির ভোটার ও সমর্থকদের মনোভাবকে প্রভাবিত করতে পারে, বিশেষ করে শাপলা ও শাপলা কলির পার্থক্য নিয়ে।
এসএইচ
আপনার মতামত লিখুন :