বিএনপির গডফাদারের চাঁদাবাজির টাকায় গণভোট সম্ভব: পাটওয়ারী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৮:৪৮ পিএম
বিএনপির গডফাদারের চাঁদাবাজির টাকায় গণভোট সম্ভব: পাটওয়ারী

ফাইল ছবি

ঢাকা: ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপির এক গডফাদারের চাঁদাবাজির টাকায় বাংলাদেশে গণভোট আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার রাজধানীর পল্টনের বিএম মিলনায়তনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণভোটের জন্য অর্থের যে প্রশ্ন তোলা হচ্ছে, তা অযৌক্তিক। বিএনপির নেতারা চাঁদাবাজি ও দুর্নীতির মাধ্যমে যে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন, সেই টাকাই যথেষ্ট গণভোট আয়োজনের জন্য। তিনি উল্লেখ করেন, বিএনপি যেসব সম্পদ ও অর্থ রাষ্ট্র থেকে লোপাট করেছে, তা জনগণের। সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে হবে।

এনসিপি মুখ্য সমন্বয়ক বলেন, বিএনপি বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি প্রতিষ্ঠা করেছে। এখন সময় এসেছে সেই অর্থ ফিরিয়ে আনার। তিনি ইঙ্গিত করে বলেন, বিএনপির এক মহানগর নেতা যে টাকার চাঁদাবাজি করেছেন, তা দিয়েই সহজে একটি জাতীয় গণভোট আয়োজন করা সম্ভব।

বিএনপিকে ‘বুড়িগঙ্গার পানি দিয়ে ক্লিন করা দরকার’ মন্তব্য করে নাসীরুদ্দীন বলেন, এত দিন ধরে তাদেরকে ‘জমজমের পানি’ দিয়ে শুদ্ধ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। এবার হয়তো বুড়িগঙ্গার পানিই কাজে লাগবে।

নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, বিএনপি বা জামায়াতের বিরুদ্ধে কথা বলা তার ব্যক্তিগত কোনো বিষয় নয়। তিনি বলেন, রাজনীতিতে সত্য কথা বলার সাহসই তার একমাত্র শক্তি। দলের তরুণ প্রজন্মকে সত্য উচ্চারণে নির্ভীক থাকার আহ্বান জানান তিনি।

এসএইচ 

Link copied!