ছবি: প্রতীকী
ঢাকা: বিএনপির নেতাকর্মী ও বিএনপিপন্থি অ্যাক্টিভিস্টরা সম্প্রতি সংঘবদ্ধ সাইবার আক্রমণের মুখে পড়েছেন। গত কয়েক মাস ধরে প্রকাশ্যে ঘোষণা দিয়ে তাদের ফেসবুক আইডি ও পেজ নিষ্ক্রিয় করে দিচ্ছে একটি সংগঠিত চক্র। এই ধরনের একাধিক ঘটনা শনাক্ত করেছে দেশের বেশকিছু গণমাধ্যম।
আক্রমণের শিকারদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা ফাহাম আব্দুস সালাম, যার আইডিতে ৪ লাখ ৭১ হাজার ফলোয়ার রয়েছে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন, সাংবাদিক মুজতবা খন্দকার, ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান, সারোয়ার হোসেন, মানসুরা আলম ও চেমন ফারিয়া ইসলাম মেঘলা আক্রমণের শিকার হয়েছেন। এদের অধিকাংশই পরবর্তীতে আইডি বা পেজ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
অনলাইন গবেষণা সংস্থা ডিসমিস ল্যাব জানায়, তারা এখন পর্যন্ত ১২টি অনুরূপ ঘটনার প্রমাণ পেয়েছে।
আক্রান্ত সাংবাদিক মুজতবা খন্দকার জানান, শুক্রবার তার ফেসবুক আইডি ছয় ঘণ্টার জন্য নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিদেশে অবস্থানরত এক বন্ধুর সহায়তায় তিনি তা পুনরুদ্ধার করেন।
বিএনপির উপদেষ্টা মাহদী আমিন বলেন, একটি সংঘবদ্ধ দল সাইবার হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের পেজ নিষ্ক্রিয় করছে। দলের তথ্যপ্রযুক্তি সেল এ বিষয়ে কাজ করছে এবং অনেকেই তাদের আইডি পুনরুদ্ধার করেছেন।
রেড জুলাই সাইবার ফোর্স নামের একটি পেজে এসব আক্রমণের দায় স্বীকার করা হয়েছে। পেজে দাবি করা হয়েছে, বিএনপি জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিচ্ছে, তাই তাদের অ্যাক্টিভিস্টদের আইডি নিষ্ক্রিয় করা হচ্ছে।
পেজটিতে লেখা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের পথে যারা বাধা হবে, তারাই তাদের ‘শত্রু’। এমনকি ‘ফ্যাসিস্ট হাসিনার মতো’ পরিণতি হবে বিএনপি অ্যাক্টিভিস্টদের—এমন হুমকিও দেওয়া হয় সেখানে।
আরেকটি পোস্টে পেজের পক্ষ থেকে বলা হয়েছে, তারা জুলাই সনদে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে। তাদের বক্তব্য, “হ্যাঁ মানে স্বাধীন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশ; ইসলাম ও ন্যায়বিচারের পথে অগ্রগতি।”
তথ্য যাচাই করে দেখা গেছে, পেজটি তৈরি হয় চলতি বছরের ৩ মে। পেজের ক্রিয়েটর হিসেবে নাম রয়েছে কামরুল হাসান অনি, যিনি নিজের প্রোফাইলে ছাত্রলীগের কর্মী বলে উল্লেখ করেছেন। প্রোফাইল ছবি ও কাভারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতাকা ব্যবহৃত হয়েছে।
প্রথমে পেজটির নাম ছিল বিজয় ৭১। পরে ৩১ অক্টোবর নাম বদলে রাখা হয় রেড জুলাই সাইবার ফোর্স। পেজটি বিদেশ থেকে পরিচালিত হচ্ছে বলে জানা গেছে, ঠিকানা দেওয়া আছে ভারত।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আরিফ মহিউদ্দিন বলেন, সংগঠিত দলগুলো দলগতভাবে রিপোর্ট করে টার্গেটকৃত আইডি বা পেজ নিষ্ক্রিয় করে দেয়। তারা প্রথমে ওই পেজের কন্টেন্ট পরীক্ষা করে দেখে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন হচ্ছে কি না-যেমন সহিংসতা, বিদ্বেষমূলক বক্তব্য বা কপিরাইট ভঙ্গ। এরপর বারবার রিপোর্ট করলে ফেসবুক কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়।
তার পরামর্শ, ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে। তৃতীয় পক্ষের কন্টেন্ট শেয়ার করার সময় যাচাই করা জরুরি-কোনো কিছু ফেসবুক নীতিমালা ভঙ্গ করছে কি না তা দেখা উচিত।
এসএইচ
আপনার মতামত লিখুন :