শাপলা প্রতীকসহ বিভিন্ন বিষয়ে সিইসির সঙ্গে এনসিপির বৈঠক বিকালে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ১০:০৯ এএম
শাপলা প্রতীকসহ বিভিন্ন বিষয়ে সিইসির সঙ্গে এনসিপির বৈঠক বিকালে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসবে।  রোববার (২ নভেম্বর) বিকাল ৩টায় নির্বাচন কমিশনে ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

এর আগে, শনিবার (১ নভেম্বর) রাতে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বার্তায় এই তথ্য জানান।

তিনি বলেন, বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে থাকবেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক এবং পলিসি ও রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

বৈঠকে শাপলা প্রতীকসহ নির্বাচন সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। 

এম

Link copied!