বিএনপির ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা, যা আছে এতে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৫:৫৫ পিএম
বিএনপির ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা, যা আছে এতে

ফাইল ছবি

আগামী ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার (২ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচিতে রয়েছে-
১. ৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন।
২. সকাল ১০টায় জাতীয় নেতৃবৃন্দসহ সব পর্যায়ের নেতাকর্মী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ।
৩. সকাল ৩টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে র‌্যালি। একই সঙ্গে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে র‌্যালি অনুষ্ঠিত হবে।
৪. দলের অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব-স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি—
 ক. শ্রমিক দল: ৫ নভেম্বর আলোচনা সভা
 খ. ছাত্রদল: ৮ নভেম্বর আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী
 গ. ওলামা দল: ৯ নভেম্বর এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
 ঘ. তাঁতী দল: ১০ নভেম্বর আলোচনা সভা
 ঙ. কৃষকদল: ১১ নভেম্বর আলোচনা সভা
 চ. জাসাস: ১৩ নভেম্বর শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান
৫. ১২ নভেম্বর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা।
৬. ৬ থেকে ১৩ নভেম্বর ডকুমেন্টারি (ভিডিও, স্থিরচিত্র) ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়াসহ অনলাইনে প্রচার।
৭. ৭ নভেম্বর পোষ্টার ও ক্রোড়পত্র প্রকাশ।

মির্জা ফখরুল বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, আজ তারই উত্তরসূরি তারেক রহমানও সুদূর প্রবাস থেকে জাতিকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছেন। দেশের বিরুদ্ধে চক্রান্তকারীরা শহীদ প্রেসিডেন্টকে বন্দি করেছিল। সেই পরিস্থিতি থেকে দেশপ্রেমিক সৈনিক ও জনগণ তাকে মুক্ত করে ইতিহাসে বাংলাদেশের সাফল্যের নতুন অধ্যায় সূচনা করে।’

তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের রাজনৈতিক অঙ্গনের কেন্দ্রবিন্দুতে আসেন এবং দেশের সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেন। তার নেতৃত্বে শুরু হয় বাংলাদেশের পুনর্জাগরণ, একটি ইমাজিন টাইগার হিসেবে আত্মপ্রকাশের পথ।’

এসএইচ 

Link copied!