আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৩ নভেম্বর) দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, “নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে যদি অংশ নেই, তাহলে ঢাকা-১২ (তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা রয়েছে।”
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। পাশাপাশি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কয়েকটি আসনের সম্ভাব্য প্রার্থীর নামও প্রকাশ করেছে।
এম
আপনার মতামত লিখুন :