বিএনপির ফাঁকা রাখা আসনে দাঁড়ালেন জোনায়েদ সাকি, প্রতিদ্বন্দ্বী কে?

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০২:৫০ পিএম
বিএনপির ফাঁকা রাখা আসনে দাঁড়ালেন জোনায়েদ সাকি, প্রতিদ্বন্দ্বী কে?

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে লড়বেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আসনটি বিএনপি ফাঁকা রেখেছে, ফলে এখানকার প্রতিদ্বন্দ্বিতা হতে পারে প্রগতিশীল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাকির প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

এর আগে গত ২ নভেম্বর গণসংহতি আন্দোলনের ৫৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত হয়। এতে প্রধান সমন্বয়কারী হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী হয়েছেন আবুল হাসান রুবেল।

সংবাদ সম্মেলনে সাকি জানান, প্রগতিশীল ও উদার মধ্যপন্থি দলগুলোকে নিয়ে একটি জোট গঠনের উদ্যোগ চলছে। গণতন্ত্র মঞ্চ আগামী নির্বাচনে সব আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিএনপির সঙ্গেও আলোচনা অব্যাহত রয়েছে।

নির্বাচনে প্রার্থীদের জামানত বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থি। একই সঙ্গে তিনি মনে করেন, জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকা উচিত ছিল।

এসএইচ 
 

Link copied!