প্রার্থী না দিলেও যে কৌশলে নির্বাচনে যাবে আওয়ামী লীগ

  • সাজ্জাদ হোসাইন | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৪:০৩ পিএম
প্রার্থী না দিলেও যে কৌশলে নির্বাচনে যাবে আওয়ামী লীগ

প্রতীকী ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সামনে তৈরি হচ্ছে এক নতুন রাজনৈতিক সমীকরণ। দলীয় প্রতীকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিরোধী শিবিরে বসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দলের নির্বাচনী কৌশলে এখন এ নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।

সূত্র জানায়, আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে প্রার্থী না দিলেও দলটির প্রভাবশালী নেতারা অন্তত ৬০টি আসনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়েছেন। এর মধ্যে ১০ থেকে ১৫টি আসনে তাদের জয়ের সম্ভাবনা নিশ্চিত বলে মনে করছে দলীয় নির্বাচনকেন্দ্রিক টিম। আরও অন্তত ৪০টি আসনে তারা অল্প ব্যবধানে জয়ের আশা করছেন। বিশেষ করে যেসব আসনে সংখ্যালঘু ভোটের হার ১৮ থেকে ২২ শতাংশ-সেগুলোতে আওয়ামী লীগের প্রার্থীদের অবস্থান তুলনামূলক শক্তিশালী বলে বিশ্লেষণ রয়েছে।

দলীয় সূত্র বলছে, সরকারে না থেকেও সংসদে উপস্থিতি ধরে রাখার এ কৌশলই আওয়ামী লীগের নতুন রাজনীতির দিক নির্দেশনা হতে পারে। ক্ষমতা হারানোর পর অন্তত বিরোধী শিবিরে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে চাইছে দলটি। এতে সংসদে একটি দৃশ্যমান অবস্থান তৈরি হবে, যা রাজনৈতিক ভবিষ্যৎ পুনর্গঠনে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে বিএনপি ও জামায়াতে ইসলামী একসঙ্গে নির্বাচনে যাওয়ার কৌশল নিয়ে আগাচ্ছে। জামায়াত ইতিমধ্যে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহ দেখিয়েছে। দলের লক্ষ্য, সংসদে আসনসংখ্যা বাড়িয়ে ভবিষ্যৎ সরকার গঠনে অংশ নেওয়া। এমন অবস্থায় আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে যত আসনে জয়ী হতে পারবে, সেটিই হবে তাদের নতুন রাজনৈতিক শক্তির পরিমাপ।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আওয়ামী লীগ এবার হয়তো সংসদে সরকার নয়, বিরোধী পক্ষের বড় শক্তি হয়ে উঠতে পারে। এতে দলটির রাজনীতিতে নতুন মোড় আসবে—ক্ষমতার বাইরে থেকেও সংসদীয় রাজনীতিতে প্রভাব ধরে রাখার চেষ্টা করবে তারা।

তারা আরও মনে করেন, আওয়ামী লীগ যদি অন্তত ৪০ থেকে ৫০টি আসনে জয় পায়, তবে সংসদে বিরোধী শিবিরে একটি গুরুত্বপূর্ণ অবস্থান নিশ্চিত হবে। এতে সংসদে বিএনপি–জামায়াত জোটের একক কর্তৃত্ব কিছুটা হলেও ভারসাম্যের মুখে পড়বে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই কৌশল আওয়ামী লীগের জন্য দ্বিমুখী-একদিকে ক্ষমতা হারানোর বাস্তবতায় দলকে সক্রিয় রাখবে, অন্যদিকে বিরোধী শিবিরের ভেতরেও তৈরি করবে নতুন প্রতিদ্বন্দ্বিতা।

এসএইচ 
 

Link copied!