ছবি: সংগৃহীত
ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রয়াত বাবা মির্জা রুহুল আমিনকে নিয়ে ছড়ানো ‘রাজাকার’ সম্পর্কিত গুজব ও মিথ্যাচারের স্পষ্টভাবে প্রতিবাদ করেছেন। তিনি জানিয়েছেন, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
ফেসবুকে সোমবার (১০ নভেম্বর) দেওয়া স্ট্যাটাসে ফখরুল জানান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তার বাবা ও পরিবারের সদস্যরা ভারতের ইসলামপুরে শরণার্থী ছিলেন। তিনি বলেন, “আমার বাবা ১৯৭১ সালের মার্চে নানাবাড়িতে আমাদের পরিবারের সঙ্গে নিরাপত্তা খুঁজতে যান। এরপর এপ্রিলের দিকে তিনি ও পরিবারের সদস্যরা ভারতের ইসলামপুর রিফিউজি ক্যাম্পে ছিলেন। ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও স্বাধীন হওয়ার পরই বাবা ফিরে আসেন।”
মহাসচিব আরও জানান, যুদ্ধের পর এলাকায় লুটপাট ও ধ্বংসযজ্ঞের কারণে পরিবার আর্থিকভাবে সংকটে পড়েছিল। তার মা গয়না বিক্রি করে পরিবারকে ভরণপোষণ করেছিলেন। এরপর তার বাবা নিজ প্রচেষ্টায় জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
ফখরুল বলেন, “গত এক বছর ধরে কিছু মানুষ, যারা নিজেদের জুলাই আন্দোলনের অংশীদার মনে করে, তারাও আমার বাবার নামে মিথ্যাচার করছে। এটা সম্পূর্ণ অনৈতিক। আমার বাবা কখনও রাজাকার ছিলেন না। তিনি যুদ্ধকালে শরণার্থী ছিলেন এবং দেশের পুনর্গঠনে নিজস্ব অবদান রেখেছেন।”
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মানুষ সত্যের পথে থাকুক, মেধা ও সততার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করুক। মিথ্যা, গুজব ও অপবাদ সমাজকে ধ্বংস করে-এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
এসএইচ
আপনার মতামত লিখুন :