ঢাকা-৯ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী ডা. তাসনিম জারা, সারজিস আলমের ফেসবুক পোস্টে আলোচনায়
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার নাম প্রকাশ করে চমক দিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, “তাসনিম জারা, ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা, সবুজবাগ, মাণ্ডা)।”
তার এই সংক্ষিপ্ত পোস্টটি এনসিপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে এনসিপির প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি ইতোমধ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন।
প্রার্থিতা প্রসঙ্গে ডা. তাসনিম জারা বলেন, আমি ঢাকা-৯ আসনের জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছি। দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, ১৩ তারিখের মধ্যে ফরম জমা দিতে হবে। আমি বিশ্বাস করি, এনসিপি জনগণের পরিবর্তনের রাজনীতি নিয়ে কাজ করছে—আমি সেই যাত্রার অংশ হতে চাই।
তিনি আরও বলেন, আমরা সারাদেশ থেকে মনোনয়ন আবেদন পাচ্ছি। যারা রাজনীতিকে জনসেবার হাতিয়ার হিসেবে দেখতে চান—ক্ষমতা অর্জনের মাধ্যম হিসেবে নয়—তাদের আমরা স্বাগত জানাচ্ছি।
এনসিপির মনোনয়ন প্রক্রিয়া নিয়ে তিনি জানান, কেন্দ্রীয় কার্যালয়ে এখন উৎসবমুখর পরিবেশ। প্রতিদিনই নতুন নতুন মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ করছেন। অনলাইনেও বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আমরা আশা করছি, সত্যিকারের জনকল্যাণে যারা কাজ করতে চান, তারাই সামনে আসবেন এবং আমরা এমন মানুষদের সংসদে পাঠাতে পারব।
এম
আপনার মতামত লিখুন :