হঠাৎ দেশব্যাপী শিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৯:২২ পিএম
হঠাৎ দেশব্যাপী শিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

ফাইল ছবি

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, সব গণহত্যার বিচার এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (১১ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

সংগঠনটির সভাপতি বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল রাষ্ট্রের মৌলিক সংস্কার, ক্ষমতার অপব্যবহার রোধ, স্বাধীন ও শক্তিশালী সাংবিধানিক কাঠামো গঠন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বৈষম্যহীন এক সম্প্রীতির বাংলাদেশ গড়া। তিনি বলেন, ‘সেই কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশের অভিযাত্রায় জুলাই সনদ একটি অপরিহার্য উপাদান। অথচ সরকার এর আইনি ভিত্তি প্রদানে সময়ক্ষেপণ করছে, যা জনআকাঙ্ক্ষার পরিপন্থী।’

জাহিদুল ইসলাম অভিযোগ করেন, গণহত্যার বিচারে ধীরগতি ও উদাসীনতার সুযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, ‘গুম ও গণহত্যার প্রবর্তক এই দলটি রাজধানীসহ বিভিন্ন স্থানে নাশকতা শুরু করেছে।’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- বুধবার (১২ নভেম্বর): বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বৃহস্পতিবার (১৩ নভেম্বর): রাজধানী ঢাকায় কেন্দ্রীয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শিবির সভাপতি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিস্টদের বিচার সম্পন্নের দাবি জানান।

এসএইচ 

Link copied!