ছবি: সংগৃহীত
ঢাকা: বিএনপি, জামায়াত বা নতুন কোনো শক্তির কারণে শেখ হাসিনার পতন হয়নি। বরং এটি আল্লাহর রোষের ফল, যা তার অসন্তুষ্টির কারণে এসেছে বলে মন্তব্য করেছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
রোববার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইসির সঙ্গে চলমান সংলাপে তিনি এ মন্তব্য করেন। কাদের সিদ্দিকী বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান, যা সরকারেরও ওপরে অবস্থান করে। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো জনগণের ভোটাধিকার নিশ্চিত করা।
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের ডাকে গত ১৫ মাস ধরে কোনো আলোচনায় অংশগ্রহণ করেননি। কাদের সিদ্দিকী বলেন, তফসিল ঘোষণার পর সরকারের কাজ হলো শুধু ইসির সিদ্ধান্ত মেনে চলা। গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার সিদ্ধান্তকে তিনি অসঙ্গতির উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমা না চাওয়ায় তাদের কোনো সম্মান নেই। তবে অন্যান্য ইসলামপন্থি দলকে তিনি সম্মান জানান।
কাদের সিদ্দিকী ভোটের মাধ্যমে দেশে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান। তিনি বলেন, ভোটকেন্দ্রে ভোটার গেলে কোনো গুন্ডার জায়গা থাকে না। নির্বাচনের ফলাফলে অসঙ্গতি শনাক্ত করার অভিজ্ঞতাও তিনি তুলে ধরেন।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশটি একদম বিভক্ত হয়ে গেছে। তবে শেখ হাসিনার পতন হলেও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিলুপ্ত হবে না। তিনি সতর্ক করে জানান, সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে ভোট করলে ভালো নির্বাচন সম্ভব নয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজের রাজনৈতিক পিতা উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ভালো ভোট করার মাধ্যমে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকা সম্ভব।
এসএইচ
আপনার মতামত লিখুন :