ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন-এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়া এ তথ্যকে গুজব বলে নিশ্চিত করেছে জামায়াতের একাধিক নেতা।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতা আতাউর রহমান জানান, এ আসনে দলের প্রার্থী ইতিমধ্যে চূড়ান্ত করা আছে এবং তিনি এলাকায় প্রচারণায়ও নেমেছেন। মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়ার খবর সঠিক নয়।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনও বলেছেন, সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্যটি ভিত্তিহীন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানান, আজহারীকে মনোনয়ন দেওয়ার কোনো সিদ্ধান্ত দল নেয়নি। তিনি বলেন, মনোনয়ন নিয়ে ভুয়া তথ্য ছড়ানো বন্ধ হওয়া উচিত এবং যাচাই ছাড়া এমন তথ্য গ্রহণ না করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
দুপুরের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তা ছড়াতে শুরু করে। অনেকে ভেবে নেন, আজহারী সত্যিই মনোনয়ন পেয়েছেন। তবে তিনি এখনো বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।
ঢাকা-৫ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন। আসন্ন নির্বাচনে এ আসনে প্রার্থী মনোনয়ন নিয়ে দলটির নীতিনির্ধারকেরা পুনর্বিবেচনায় বসছেন বলে জানা গেছে। ইতিমধ্যে কামাল হোসেন নামে এক প্রার্থী জামায়াতের ব্যানারে এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা–৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নবীউল্লাহ নবী।
এসএইচ
আপনার মতামত লিখুন :