খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৩:০৮ পিএম
খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। কেবিনে রেখেই তাকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে চিকিৎসকদের তথ্যের ভিত্তিতে বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, এখনো নতুন কোনো আপডেট নেই, আগের মতোই চিকিৎসা চলছে।

সোমবার রাতে চিকিৎসকদের একটি সূত্র জানায়, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট তীব্র হয়েছে। পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকরা তাকে কড়া পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান, তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন এবং কেবিনেই চিকিৎসা নিচ্ছেন। জানা গেছে, তার বুকে সংক্রমণ ধরা পড়েছে। আগে থেকেই থাকা হৃদরোগের সঙ্গে এই সংক্রমণ ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট বেড়েছে। ভর্তি হওয়ার পরই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে অ্যান্টিবায়োটিকসহ চিকিৎসা শুরু করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান নিয়মিত তার খোঁজ নিচ্ছেন। ঢাকায় তার পাশে রয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

গত রোববার রাতে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন।

এসএইচ 

Link copied!