খালেদা জিয়া সজ্ঞানে আছেন, অবস্থা ক্রিটিকাল তবে ফাইট করছেন: ডা. তাসনিম জারা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ১২:৫০ পিএম
খালেদা জিয়া সজ্ঞানে আছেন, অবস্থা ক্রিটিকাল তবে ফাইট করছেন: ডা. তাসনিম জারা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে ক্রিটিকাল অবস্থায় রয়েছেন, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এমন তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে তিনি সাংবাদিকদের বলেন, উনি সজ্ঞানে ও সজাগ আছেন। ক্রিটিকাল হলেও ফাইট করছেন এবং উন্নত চিকিৎসা নিচ্ছেন।

ডা. তাসনিম জারা আরও বলেন, খালেদা জিয়া সবসময় দলমতের ঊর্ধ্বে উঠে ফাইট করেছেন। আমরা তার জন্য দোয়া করব।

এর গত রোববার (২৩ নভেম্বর) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। বৃহস্পতিবার থেকে তিনি সিসিইউতে চিকিৎসাধীন।

এম

Link copied!