খালেদা জিয়ার সুস্থতায় সব ধরণের সহায়তা দিতে প্রস্তত ভারত: মোদি

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ১০:৫১ পিএম
খালেদা জিয়ার সুস্থতায় সব ধরণের সহায়তা দিতে প্রস্তত ভারত: মোদি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে এ পরিস্থিতিতে প্রয়োজন হলে সব ধরনের সহায়তা দিতে ভারতের প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি।

রোববার (১ ডিসেম্বর) রাতে নিজের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় মোদি লেখেন, “বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর জেনে গভীরভাবে চিন্তিত। বাংলাদেশের জনজীবনে তিনি দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

ভারতের প্রধানমন্ত্রী আরও জানান, খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য তাঁর আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রয়েছে। পাশাপাশি তিনি বলেন, “এই মুহূর্তে ভারত যেকোনো ধরনের সম্ভাব্য সহায়তা দিতে প্রস্তুত।”

এম

Link copied!