ফাইল ছবি
ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হয়েছেন। সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্স উড্ডয়ন করে।
এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা তার শারীরিক অবস্থাকে ‘ভেরি ফেভারেবল কনডিশন’ উল্লেখ করেছেন এবং আইসিইউ থেকে ‘অনুকূল’ অবস্থায় তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের হাদির সঙ্গে তার দুই ভাইও সিঙ্গাপুরে গেছেন।
গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেল চালানো দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে তার অবস্থা ‘আশঙ্কাজনক’ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। চিকিৎসকরা হার্টবিট, ব্লাড প্রেসারসহ অন্যান্য শারীরিক অবস্থার বিষয়ে আইসিইউ-এর যন্ত্রের মনিটর দেখে বিস্তারিত অবস্থা বর্ণনা করেন।
পিএস
আপনার মতামত লিখুন :