ফাইল ছবি
আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে তিনি সশরীরে জনগণের পাশে থাকবেন-এমন স্পষ্ট বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে কোনো ধোঁয়াশার সুযোগ নেই। নির্ধারিত সময়েই নির্বাচন হবে এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি জনগণের সঙ্গেই থাকবেন। তিনি বলেন, এই নির্বাচন কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়; এর সঙ্গে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িয়ে আছে।
তিনি অভিযোগ করেন, দেশের স্বার্থবিরোধী একটি চক্র নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাও সেই ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, যারা অন্তর্বর্তীকালীন সরকার ও আসন্ন নির্বাচনকে ব্যর্থ করতে চায়, হাদির ওপর হামলার পেছনে তারাই জড়িত।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে ব্যাখ্যা করতে অতীতেও ষড়যন্ত্র হয়েছে। সেই ধারাবাহিকতায় পরাজিত শক্তিরা নতুন করে ইতিহাস তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তবে জনগণকে ক্ষমতাহীন করে রাষ্ট্রযন্ত্র কখনো শক্তিশালী হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।
তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভয় দেখিয়ে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে গেলে ষড়যন্ত্রকারীরা পিছু হটতে বাধ্য হবে।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। তারা দ্রুত নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
এসএইচ
আপনার মতামত লিখুন :