ঢাকার ৩টি আসনে জামায়াতের মনোনয়ন সংগ্রহ করলেন যারা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৩:৪৪ পিএম
ঢাকার ৩টি আসনে জামায়াতের মনোনয়ন সংগ্রহ করলেন যারা

ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার তিনটি আসনে প্রার্থী দিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে জামায়াতে ইসলামী। 

বুধবার (১৭ ডিসেম্বর) সেগুনবাগিচায় অবস্থিত বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে দলটির তিনজন প্রার্থী এই ফরম সংগ্রহ করেন।

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ড. হেলাল উদ্দিন। এছাড়া ঢাকা-৫ আসনে কামাল হোসেন এবং ঢাকা-৪ আসনে সৈয়দ জয়নুল আবেদীন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবেই এসব মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। দলীয় প্রার্থীদের নিয়ে পরবর্তী করণীয় ও প্রচারণা কৌশল নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এসএইচ 

Link copied!