জাতীয় পার্টির নেতৃত্বে নতুন জোট, ১১৯ আসনে ১৩১ প্রার্থীর ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৩:৫২ পিএম
জাতীয় পার্টির নেতৃত্বে নতুন জোট, ১১৯ আসনে ১৩১ প্রার্থীর ঘোষণা

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি ও জেপির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আসন্ন নির্বাচনে ১১৯টি সংসদীয় আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। কয়েকটি আসনে একাধিক প্রার্থী দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এবং জোটের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন।

ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন জোটের শীর্ষ নেতারাও। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫, আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২, এ বি এম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১, কাজী ফিরোজ রশিদ ঢাকা-১০ এবং মুজিবুল হক চুন্নু কিশোরগঞ্জ-৩ আসনে নির্বাচন করবেন।

এ ছাড়া সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর (ফরিদপুর-২), নাসরিন জাহান রতনা (বরিশাল-৬), শফিকুল ইসলাম সেন্টু (ঢাকা-১৩), লিয়াকত হোসেন খোকা (নারায়ণগঞ্জ-৩), জহিরুল ইসলাম জহির (টাঙ্গাইল-৭), সৈয়দ দিদার বখত (সাতক্ষীরা-১), ফকরুল ইমাম (ময়মনসিংহ-৮) ও জাতীয় ইসলামী জোটের চেয়ারম্যান আবু নাসের অহেদ ফারুক (নোয়াখালী-১)–সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে।

ঢাকা-১৭ আসনে প্রয়াত চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে তপু রায়হান এবং শেরপুর-১ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের চেয়ারম্যান আবু লায়েস মুন্নাকেও প্রার্থী ঘোষণা করা হয়।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি, জেপি ছাড়াও তৃণমূল বিএনপি, জাতীয় ইসলামী জোট, বাংলাদেশ স্বাধীন পার্টি, নাগরিক পার্টি, লিবারেল গ্রিন পার্টি, ডেমোক্রেটিক পার্টিসহ একাধিক রাজনৈতিক দলের নেতারা রয়েছেন।

জোটের পক্ষ থেকে জানানো হয়, কয়েকটি আসনে কৌশলগত কারণে একাধিক প্রার্থী রাখা হয়েছে। যেসব আসনে দুজন প্রার্থী দেওয়া হয়েছে, সেগুলো হলো ঢাকা-১০, বরিশাল-৬, ঢাকা-১৭, চট্টগ্রাম-৯, শেরপুর-১, শরীয়তপুর-১, ঢাকা-১৮, বরগুনা-১, বরিশাল-৪, ঝালকাঠি-২ ও টাঙ্গাইল-৮।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে নির্বাচনে ভূমিকা রাখতে চায়।

এসএইচ 
 

Link copied!