ফাইল ছবি
ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার নির্বাচনী তহবিল সংগ্রহে ব্যাপক সাড়া মিলেছে। তিনি জানিয়েছেন, মাত্র ১৪ ঘণ্টায় তাঁর নির্বাচনী তহবিলে ২৩ লাখ ৬৮ হাজার টাকা জমা পড়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা লেখেন, মাত্র ১৪ ঘণ্টায় প্রাপ্ত এই অনুদান তাঁদের নির্ধারিত লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি। মানুষের অকল্পনীয় সাড়া ও ভালোবাসায় তাঁরা অভিভূত বলে উল্লেখ করেন তিনি।
ডা. তাসনিম জারা জানান, তাঁদের মোট ফান্ডরেইজিং লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। লক্ষ্যমাত্রা পূরণ হলেই তহবিল সংগ্রহ বন্ধ করা হবে।
তিনি আরও জানান, বিকাশ অ্যাকাউন্টের দৈনিক লিমিট শেষ হয়ে যাওয়ায় অনুদান গ্রহণে সাময়িক জটিলতা দেখা দিয়েছে। যাঁরা বিকাশের মাধ্যমে অনুদান দিতে পারছেন না, তাঁদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সহায়তা পাঠানোর অনুরোধ জানান তিনি।
তহবিল সংগ্রহে স্বচ্ছতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ডা. তাসনিম জারা লেখেন, শুরু থেকেই তিনি ঘোষণা দিয়েছেন যে পুরো প্রক্রিয়াটি হবে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে। এ জন্য নগদ অর্থ গ্রহণ না করে বিকাশ ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অনুদান নেওয়া হচ্ছে, যাতে প্রতিটি লেনদেনের নির্ভরযোগ্য ও যাচাইযোগ্য রেকর্ড থাকে।
তিনি বলেন, কোন মাধ্যমে কত টাকা এসেছে, সেই তথ্য নিয়মিতভাবে জানানো হচ্ছে এবং সব প্রয়োজনীয় নথি নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। নির্বাচন কমিশন চাইলে এসব তথ্য যাচাই করতে পারবে। পাশাপাশি কোন খাতে কত অর্থ ব্যয় করা হবে, সেটিও প্রকাশ করা হবে।
এর আগে দেওয়া আরেকটি পোস্টে ডা. তাসনিম জারা জানান, মাত্র সাত ঘণ্টায় ১২ লাখ টাকার বেশি অনুদান পাওয়া যায়। এত দ্রুত ও ব্যাপক সাড়া তাঁদের কল্পনার বাইরে ছিল বলেও উল্লেখ করেন তিনি।
ডা. তাসনিম জারার ভাষায়, জনগণের এই স্বতঃস্ফূর্ত সমর্থন তাঁদের নির্বাচনী প্রচারণায় নতুন অনুপ্রেরণা যোগাচ্ছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :