বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত কর্মসূচিকে ঘিরে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান পরিবর্তন করেছে ইনকিলাব মঞ্চ। শনিবার বেলা ১১টার দিকে তারেক রহমান হাদির কবর জিয়ারত করবেন বলে জানানো হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, তারেক রহমানের আগমন উপলক্ষ্যে সংগঠনটি সাময়িকভাবে শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। তবে দুপুর ১২টার মধ্যে পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
বার্তায় আরও বলা হয়, শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে দেশব্যাপী জনসাধারণকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে সকাল থেকেই শাহবাগ মোড়ে জড়ো হতে দেখা গেছে ছাত্রদলের নেতাকর্মীদের। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সমর্থকদের উজ্জীবিত করছেন। ছাত্রদল নেতারা জানিয়েছেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করেই তারা সেখানে অবস্থান নিয়েছেন।
এম
আপনার মতামত লিখুন :