পিলখানার ৫৭ শহীদ সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৭:০১ পিএম
পিলখানার ৫৭ শহীদ সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বনানীতে পিলখানার সামরিক কবরস্থানে উপস্থিত হয়ে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন।

কবর জিয়ারতের সময় তার সঙ্গে ছিলেন প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, চেয়ারপারসন কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর পরিচালক ডা. শাহ্ মুহাম্মদ আমান উল্লাহ।

পিলখানা ট্র্যাজেডিতে ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি শহীদ হন ৫৭ জন বীর সেনা কর্মকর্তা, যার মধ্যে ছিলেন তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। ওই ঘটনায় দেশের নিরাপত্তা বাহিনীর একজন অমূল্য শক্তি হারায়।

তারেক রহমানের কবর জিয়ারত ঐতিহাসিক এই দিনে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে গণ্য হচ্ছে।

এসএইচ 

Link copied!