‘প্রিয় জেবু’কে নিয়ে আবেগঘন স্ট্যাটাস জাইমা রহমানের

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:৪৯ এএম
‘প্রিয় জেবু’কে নিয়ে আবেগঘন স্ট্যাটাস জাইমা রহমানের

দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং পরিবারের প্রিয় পোষা বিড়াল জেবু। সেই থেকেই সাইবেরিয়ান জাতের এই লোমশ বিড়ালটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার জেবুকে ঘিরে নিজের অনুভূতির কথা ফেসবুকে তুলে ধরেছেন জাইমা রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে জাইমা রহমান লেখেন, জেবুকে নিয়ে মানুষের আগ্রহ দেখে তিনি একদিকে বিস্মিত, অন্যদিকে মজা পাচ্ছেন। তিনি লেখেন, “ভাবছি, জেবু যদি এসব বুঝতে পারত, তাহলে কী প্রতিক্রিয়া দিত!”

স্ট্যাটাসে জাইমা রহমান পোষা প্রাণী লালন-পালনের দায়িত্ব ও আবেগের দিকটি তুলে ধরেন। তিনি লেখেন, কোনো প্রাণীকে নিজের জীবনের অংশ করে নেওয়া মানে বড় একটি দায়িত্ব গ্রহণ করা, কারণ প্রাণীরাও আল্লাহর সৃষ্টি এবং তাদেরও অনুভূতি রয়েছে। ছোট্ট বিড়ালছানা হিসেবে জেবুকে ঘরে আনার সময় তিনি ভাবেননি যে, সে পরিবারের এত গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবে।

নিজের পরিবারের সঙ্গে জেবুর সম্পর্কের নানা স্মৃতিও তুলে ধরেন জাইমা রহমান। তিনি লেখেন, অনেক সময় তার বাবা-মা বাসায় ফিরেই প্রথমে জেবুর খোঁজ নিতেন। বাগানে কাজ বা হাঁটার সময় জেবু তার মায়ের চারপাশে ঘুরে বেড়াত, আর সন্ধ্যায় তার বাবার অনলাইন মিটিং শেষ হওয়া পর্যন্ত কোলে গুটিশুটি মেরে বসে থাকত। নিজের ক্ষেত্রেও জেবুকে তিনি একজন নীরব সঙ্গী হিসেবে পেয়েছেন বলে উল্লেখ করেন।

পোষা প্রাণী নিয়ে বাসা বদলের কষ্টের কথাও স্ট্যাটাসে উঠে আসে। জাইমা রহমান লেখেন, যারা প্রাণী পোষেন তারা জানেন, পোষা প্রাণী নিয়ে জায়গা পরিবর্তন কতটা কঠিন। জেবু এখন মহাদেশ পেরিয়ে সম্পূর্ণ নতুন পরিবেশে এসেছে, যা তার জন্য বড় এক পরিবর্তন এবং চাপের বিষয়।

তিনি আরও লেখেন, জেবুর মাধ্যমে তারা ধৈর্য, মমতা এবং ভাষা ছাড়াও ভালোবাসার শক্তি শিখেছেন। তার ভাষায়, ভালোবাসা কোনো প্রজাতির সীমারেখা মানে না।

শৈশব থেকেই পশু-পাখির সঙ্গে বেড়ে ওঠার কথা উল্লেখ করে জাইমা রহমান বলেন, অন্য কোনো জীবের দায়িত্ব নেওয়ার সুযোগ মানুষকে নিজের ভেতর নতুন অনেক গুণ আবিষ্কার করতে শেখায়।

স্ট্যাটাসের শেষাংশে জেবুকে নিয়ে কিছু মজার তথ্যও শেয়ার করেন তিনি। জানান, জেবু কখনোই সাধারণ বিড়ালের মতো ‘মিউ মিউ’ শব্দ করে না। বরং খুশি বা বিস্মিত হলে পাখির মতো নরম শব্দ করে, কোলে নিলে বিরক্ত হলে হালকা গোঁ গোঁ করে, আর যেসব বিড়াল তার পছন্দ নয়, তাদের দিকে জোরে চিৎকার করে নিজের বিরক্তি প্রকাশ করে।

এম

Link copied!