দুঃখ প্রকাশ করে তারেক রহমান ও ফখরুলের ইংরেজি নববর্ষের বাণী প্রত্যাহার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ১০:০১ এএম
দুঃখ প্রকাশ করে তারেক রহমান ও ফখরুলের ইংরেজি নববর্ষের বাণী প্রত্যাহার

ইংরেজি নববর্ষ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শুভেচ্ছাবার্তা প্রত্যাহার করা হয়েছে। অনিচ্ছাকৃত ভুলের কারণে এ বাণী গণমাধ্যমে পাঠানো হয়েছিল বলে জানিয়েছে দলটি।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ওই দুটি বাণী পাঠানো হয়। তবে পরে মধ্যরাতে পাঠানো আরেকটি ই-মেইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি স্পষ্ট করেন।

তিনি জানান, ৩১ ডিসেম্বর সন্ধ্যার পরে ভুলবশত তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ইংরেজি নববর্ষের বাণী গণমাধ্যমে পাঠানো হয়েছে। এটি ছিল একটি অনিচ্ছাকৃত প্রশাসনিক ভুল। এ জন্য দলটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হচ্ছে।

একই সঙ্গে গণমাধ্যমে পাঠানো ওই বাণী দুটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি সেগুলো প্রচার ও প্রকাশ না করার অনুরোধ জানানো হয়।

এম

Link copied!