ছবি : সংগৃহীত
ঢাকা: বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করলে জাতিকে সঠিকপথে পরিচালিত করবে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “আমরা ৫ অগাস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। সেই সময়ে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই।”
বিএনপির নতুন চেয়ারম্যান বলেন, ‘মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনতে হবে। পতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়। প্রতিহিংসা ও প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের মানুষ ৫ আগস্ট দেখেছে।
পিএস
আপনার মতামত লিখুন :