হাদিকে হত্যার মাস্টারমাইন্ডরা জানাজার সামনে কাতারেই ছিল: জুমা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৬:১২ পিএম
হাদিকে হত্যার মাস্টারমাইন্ডরা জানাজার সামনে কাতারেই ছিল: জুমা

ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারীরা তার জানাজার সামনের কাতারেই ছিল বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি জানান, হত্যার সঙ্গে সরাসরি যুক্ত আসামি মাসুদ ও বাপ্পি। তবে ঘটনার মাস্টারমাইন্ডদের এখনও বের করা সম্ভব হয়নি। জুমা উল্লেখ করেছেন, কিছু শক্তি তাদের সামনে আনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এবং এ কারণে সাধারণ তদন্ত ব্যর্থ হচ্ছে।

ওসমান হাদির হত্যাকাণ্ড ঘটেছিল ১২ ডিসেম্বর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসীর গুলিতে মারাত্মক আহত হন তিনি। রিকশায় থাকা অবস্থায় মাথায় গুলি লাগে। প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলে ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে মৃত্যু হয় তার।

পল্টন থানায় মামলার পর প্রধান আসামি শ্যুটার ফয়সালের বাবা-মা গ্রেপ্তার হলেও মূল অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগী এখনো ধরা যায়নি। দীর্ঘদিন ধরে তারা ভারতে অবস্থান করছে বলে ধারণা করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে অবশেষে বিষয়টি স্বীকার করা হয়েছে।

শহীদ শরিফ ওসমান হাদির পরিবার ও সংগঠনগুলো হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডদের খুঁজে বের করার দাবি জানিয়ে আসছে। তদন্ত ও বিচার প্রক্রিয়া সঠিক পথে এগোলে তা ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতা প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এসএইচ 

Link copied!