চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী আলমগীরের মনোনয়ন বাতিল

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৫:৫৯ পিএম
 চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী আলমগীরের মনোনয়ন বাতিল

ফাইল ছবি

চট্টগ্রাম-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। ঋণখেলাপি হওয়ায় তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে।

আজ রবিবার রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানির শেষ পর্যায়ে ইসি এ সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, জামায়াতে ইসলামী প্রার্থী মো. নুরুল আমীন বিএনপি প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতা প্রশ্নবিদ্ধ করে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। সরোয়ার আলমগীর ঋণখেলাপি হওয়ার কারণে কমিশন এই আপিল মঞ্জুর করেছে। এর ফলে তার মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন আপিল শুনানি গ্রহণ করে সিদ্ধান্ত ঘোষণা করেছে।

এ ঘটনায় চট্টগ্রাম-২ আসনের নির্বাচনী পরিস্থিতি পরিবর্তিত হতে পারে বলে রাজনৈতিক মহলে আশঙ্কা করা হচ্ছে।

এসএইচ 

Link copied!