আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে পলিসি সামিট ২০২৬-এর কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর অভিজাত হোটেল ঢাকা ইন্টারকন্টিনেন্টালে এই সম্মেলনের উদ্বোধন হয়।
সামিটের সূচনা পর্বে মূল প্রবন্ধ (কি-নোট) উপস্থাপন করেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি তার বক্তব্যে দেশ ও জাতির বিভিন্ন সমসাময়িক ইস্যুতে জামায়াতে ইসলামীর নীতিগত অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সামিট একটি সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ নীতিনির্ধারণী আয়োজন। এখানে ভবিষ্যৎ বাংলাদেশের কাঙ্ক্ষিত রূপ, মানবিকতা ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার কাঠামো নিয়ে গভীর ও গঠনমূলক আলোচনা করা হবে।
সামিটে দেশের বিশিষ্ট চিন্তাবিদ, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, পেশাজীবী ও কূটনীতিকরা অংশ নিয়েছেন। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান এবং সামাজিক ন্যায়বিচারসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে একটি মানবিক, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে জামায়াতের নীতিগত দিকনির্দেশনা তুলে ধরছেন দলটির শীর্ষ নেতারা।
এম
আপনার মতামত লিখুন :