ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে জাতীয় পার্টি (জাপা) ১৯৬টি সংসদীয় আসনে প্রার্থীদের চূড়ান্ত করেছে। দুই আসনের প্রার্থী এখনো নির্ধারিত হয়নি, ফলে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতার সংখ্যা ১৯৮টি আসন।
মঙ্গলবার রাজধানীর গ্র্যান্ড প্যালেস হোটেলের ব্যানকুয়েট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতারা জানিয়েছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাতীয় পার্টি দায়িত্বশীল ও গণমুখী নির্বাচনি প্রস্তুতি গ্রহণ করেছে। ঘোষিত প্রার্থীরা জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :