আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারণার অংশ হিসেবে দু’দিনের সফরসূচি চূড়ান্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী শুক্রবার (২৩ জানুয়ারি) ও শনিবার (২৪ জানুয়ারি) তিনি উত্তরবঙ্গের আট জেলায় নির্বাচনি সভা করবেন।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি জানান, ডা. শফিকুর রহমান বৃহস্পকিবার ঢাকা-১৫ আসনে জনসভা করবেন। এরপর ২৩ জানুয়ারি তিনি পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে সমাবেশ করবেন।
অ্যাডভোকেট জুবায়ের আরও জানান, ২৪ জানুয়ারি ডা. শফিকুর রহমান রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভা করবেন। এরপর তিনি সফর করবেন গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা—এরপর ঢাকায় ফিরবেন।
তিনি জানান, রবিবার ডা. শফিকুর রহমান ঢাকা-৫, ৬ ও ৭ আসনে নির্বাচনি প্রচারণা চালাবেন।
জামায়াত জোটের বাকি ৪৭ আসনের ভাগাভাগি কতদূর, জানতে চাইলে অ্যাডভোকেট জুবায়ের বলেন, “আজ আমাদের নির্বাচনি কমিটির বৈঠক চলছে। আশা করছি বৈঠক শেষে এ বিষয়ে ঘোষণা দেওয়া সম্ভব হবে।”
এম
আপনার মতামত লিখুন :