ছবি : সংগৃহীত
ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মির্জা আব্বাসের নির্দেশে এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে ঢাকা-৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকার ফকিরাপুল মোড়ে পারাবাত হোটেলের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সকালে রাজধানীর হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, আপনারা যদি আওয়ামী লীগের কায়দায়, সন্ত্রাসী কায়দায় প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরাতে চান, তবে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের পার্থক্য কী? আপনারা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য মঞ্চে জয় বাংলা স্লোগান দিচ্ছেন। কিন্তু মনে রাখবেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনগণ সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না।
এনসিপির আহ্বায়ক বলেন, ২০১৮ সালে আপনারা মাঠে নামতে পারেননি, ২০২৩ সালের ২৮ অক্টোবর তিন মিনিটও দাঁড়াতে পারেননি। তখন আমরা আপনাদের সহানুভূতি জানিয়েছি। কিন্তু এখন আপনারা সমালোচনা সইতে পারছেন না।
নাসীরুদ্দীন পাটওয়ারীকে আপনারা বেয়াদব বলছেন, কিন্তু ১২ ফেব্রুয়ারি জনগণই ব্যালটের মাধ্যমে নির্ধারণ করবে—কে বেয়াদব আর কে গ্যাংস্টার।
যদি আঘাত হয়, তাহলে পাল্টা আঘাত আসবে হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, একদলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের ওপরেও ডিম পড়বে। আমরা এই ধরনের কোনো পরিবেশ চাই না। তবে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন যদি নীরব ভূমিকা পালন করে, তবে আমাদের যা করণীয় আমরা তাই করব।
এর আগেও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও ময়লা পানি নিক্ষেপের ঘটনা ঘটে।
পিএস
আপনার মতামত লিখুন :