গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী না হলে সরকার গঠন করে কোনো সুফল আসবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের মানুষ প্রকৃত পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের শর্ত হলো গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে ফ্যাসিবাদ, জোরপূর্বক দখলদারি ও চাঁদাবাজির রাজনীতি আর চলবে না। তার ভাষায়, “১৮ কোটি মানুষ পরিবর্তন দেখতে চায়। কিন্তু ‘হ্যাঁ’ ভোট বিজয়ী না হলে সরকার গঠন করেও কোনো কাজে আসবে না।”
তিনি অভিযোগ করেন, যারা নির্বাচনে জয়ী হওয়ার আগেই বিরোধী মত দমনে সহিংসতা চালায় এবং মা-বোনদের ওপর হাত তোলে, তারা ক্ষমতায় গেলে দেশ কতটা নিরাপদ থাকবে—সে প্রশ্ন থেকেই যায়।
জামায়াত আমির বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পাস হলে দেশে নতুন করে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না। এ কারণেই ‘নতুন ফ্যাসিস্টরা’ গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে বলে তিনি দাবি করেন।
ক্ষমতায় গেলে যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতিও দেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, জামায়াত জনতার স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাজনীতি করে, এখানে পরিবার বা দলের স্বার্থ নয়, জনগণই মুখ্য। “দাঁড়িপাল্লার মাপে কোনো কারচুপি হবে না,”—বলেন তিনি।
নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া বা নারীদের লাঞ্ছিত করার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের আদর্শিক প্রচারণায় বাধা দেওয়ার অধিকার কারও নেই। কেউ বাধা দিলে বা নারীদের ওপর নিপীড়ন চালালে প্রতিরোধ গড়ে তোলা হবে।
নিরাপদ বাংলাদেশ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “১৭ বছর ধরে নির্যাতনের শিকার হলেও জামায়াত মানুষের পাশে ছিল। এই দল দেশের অন্যতম মজলুম রাজনৈতিক শক্তি।”
বিএনপির প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দলটি যদি নিজেদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে চায়, তাহলে জামায়াত সহযোগিতা করতে প্রস্তুত। তবে কেউ উসকানি দিলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
দেশজুড়ে বিভিন্ন সিন্ডিকেটের প্রভাবের অভিযোগ তুলে তিনি বলেন, ক্ষমতায় গেলে সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। একই সঙ্গে বেকার ভাতা নয়, বরং বেকারদের দক্ষ করে কর্মসংস্থানের দিকে নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। নারীদের জন্য পৃথক যোগাযোগ ব্যবস্থা ও গণশৌচাগার এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির।
এম
আপনার মতামত লিখুন :