ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফেরান: মির্জা ফখরুল

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৬, ০৮:৪৯ পিএম
ধানের শীষে ভোট দিয়ে  গণতন্ত্র ফেরান: মির্জা ফখরুল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে ‘গণতন্ত্র’ ফিরিয়ে আনার নির্বাচন হিসেবে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নাসিক নির্বাচনে দল মত নির্বিশেষে সকলকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বানও জানালেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে বন্দরের সিএসডি মোড় এলাকায় বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষে পথসভায় তিনি এ আহ্বান জানান।

ধানের শীষের প্রার্থীকে সাহস ও ন্যায়ের প্রতীক হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বিগত দিনে মানুষের অধিকার হরণ করা হয়েছে। ভোটাররা ভোট দিতে পারে নাই। এ কারণে মানুষের অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার করতেই বিএনপির নেত্রী, ২০ দলের নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিয়েছেন।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘এ নির্বাচনে সাখাওয়াত হোসেন খান সাহস ও ন্যায়ের প্রতীক। এটা শুধু মেয়র নির্বাচন না- এ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তারেক রহমানকে নির্বাচন থেকে ফিরিয়ে আনা, বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদ, মিথ্যে মামলা থেকে মুক্তি পেতেই ধানের শীষকে জয়ী করাতে হবে।’

নাসিক নির্বাচনের দিকে সারা দেশবাসী তাকিয়ে আছে মন্তব্য করে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিগত দিনে নারায়ণগঞ্জবাসী অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আন্দোলন সংগ্রাম করেছে। মানুষ অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে ছিল। আমি বিশ্বাস করি সত্য ও সুন্দর ন্যায়ের পক্ষে রায় দিবে ভোট দিবে।’

বিএনপি মহাসচিব সরকারের সমালোচনা করে বলেন, ‘দেশের মানুষ আজ শান্তিতে নেই। নেতাকর্মী যারা আছে তাদের সবার বিরুদ্ধে একের পর এক মামলা আছে। হাজার হাজার মানুষ জেলে আছে। মিথ্যে মামলায় হয়রানি হচ্ছে।’

আবেগাপ্লুত হয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ছেলেদের ঘর থেকে তুলে নেয়া হচ্ছে। গুম করা হচ্ছে। নারায়ণগঞ্জে সাতজনের লাশ ভেসেছে শীতলক্ষ্যায়। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ৫শ জন তরুণ যুবক গুম হয়েছে। ছেলে মেয়েরা তার বাবার জন্য অপেক্ষা করে, স্ত্রীরা তার প্রিয়জনের আর বাবা মায়েরা সন্তানের জন্য অপেক্ষা করে। দুয়ারে দাঁড়িয়ে থাকে। বছরের পর পর বছর যায় ঘরে আর আসে না। এ আওয়ামী লীগ সরকারই তাদের গুম করেছে, হত্যা করেছে। এ সরকার জঙ্গিবাদ সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে।’

২০ দলীয় জোটের শরীক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেন, ‘বিজয়ের মাসে গণতন্ত্র ভুলুণ্ঠিত। ২২ তারিখে শীতলক্ষ্যায় নৌকাকে ২০ ফুট ডুবিয়ে দিতে হবে।’ আমানউল্লাহ আমান বলেন, ‘সুষ্ঠু ভোট হলে লক্ষাধিক ভোটে ধানের শীষ জিতবে।’ পথসভায় সাখাওয়াত হোসেন খান উন্নয়নের জন্যই ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।

বিকেল ৩টায় বন্দরের সোনাকান্দা এলাকা হতে নির্বাচনী প্রচারণা করে সিএসডি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান সারোয়ার, জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকার, সাবেক এমপি আবুল কালাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, ব্যারিস্টার মাহাবুবউদ্দিন খোকন প্রমুখ।

সোনালীনিউজ/এমএন

Link copied!