কুসিক নির্বাচনে পরাজয়: সতর্ক আ.লীগ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২, ২০১৭, ০৭:৫৯ পিএম
কুসিক নির্বাচনে পরাজয়: সতর্ক আ.লীগ

ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ে সতর্ক হয়েছে আওয়ামী লীগ। রোববার (২ এপ্রিল) দলের সভাপতিমণ্ডলীর সভায় আগামীতে যেসব নির্বাচন রয়েছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। 

রোববার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেছেন, ‘চলতি মাসের ১২ এপ্রিল কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া  হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘দলের অভ্যন্তরীণ দুর্বলতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে কোনো সুরাহা হয়নি। কারণ দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যনির্বাহী কমিটিতে গ্রহণ করা হয়। সাংগঠনিক প্রতিবেদন অনুযায়ী কার্যনির্বাহী কমিটির উপস্থিতিতে দলের সভাপতি শেখ হাসিনা এ সিদ্ধান্ত নিবেন।’

সভায় আরও মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, কৃষিবিষয়ক সম্পাদাক ফরিদুন্নাহার লাঈলী, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুর নাহার চাঁপা প্রমুখ।

সোনালীনিউজডটকম/ঢাকা/এমআর

Link copied!