পুলিশের ডিউটি ৮ ঘণ্টা ও ঝুঁকি ভাতা বাড়বে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১০, ২০১৭, ০৫:২৪ পিএম
পুলিশের ডিউটি ৮ ঘণ্টা ও ঝুঁকি ভাতা বাড়বে

ঢাকা:  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, পুলিশকে সকল প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত করা হবে। আইনের মাধ্যমে তাদের স্বাধীনতা নিশ্চিত করা হবে। ট্রাফিক পুলিশসহ, কনস্টেবল পর্যায়ে কর্মঘণ্টা আট ঘণ্টা করা হবে। এর বাইরে ডিউটি পালন করলে ওভার টাইম দেয়া হবে। পুলিশ সদস্যদের ঝুঁকি ভাতা আরো বাড়ানো হবে। দেয়া হবে প্রয়োজনীয় মানসম্পন্ন প্রশিক্ষণ।

ভিশন ২০৩০ তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন। বুধবার (১০ মে) বিকেল পাঁচটার দিকে তিনি বক্তব্য শুরু করেন। গুলশানের হোটেল ওয়েস্টিনের বলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Link copied!