‘বিতর্কিত’ ৫৭ ধারা বাতিল করা হবে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১০, ২০১৭, ০৬:৪৪ পিএম
‘বিতর্কিত’ ৫৭ ধারা বাতিল করা হবে

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, তথ্যপ্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারা বাতিল করা হবে। বুধবার (১০ মে) হোটেল ওয়েস্টিনে ভিশন-২০৩০ তুলে ধরে এ মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়া বলেন, বিএনপি গ্রহণযোগ্য সমালোচনাকে সমর্থন করে। ক্ষমতায় গেলে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করা হবে।

সাংবাদিকদের উপর হয়রানিমূলক বিভিন্ন আইন বাতিল করা হবে বলেও জানিয়ে তিনি বলেন, একটি স্বাধীন কমিশন গঠন করা হবে। এছাড়া সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার করা হবেও বলে জানান খালেদা জিয়া।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Link copied!