রাতে স্থায়ী কমিটিকে ডেকেছেন খালেদা জিয়া

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০১৮, ১২:০৪ পিএম
রাতে স্থায়ী কমিটিকে ডেকেছেন খালেদা জিয়া

ঢাকা: জরুরী ভিত্তিতে দলের স্থায়ী কমিটির সভা ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ধারণা করা হচ্ছে, সভায় ৩ ফেব্রুয়ারি নির্বাহী কমিটির সভায় তৃণমূল নেতাদের দেয়া নির্দেশনা তদারকি এবং ৮ ফেব্রুয়ারি কেন্দ্র করে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় আলোচনায় স্থান পাবে

রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

রোববার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

এছাড়া বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক হবে। তবে হঠাৎ করে কেন এই বৈঠক তা তিনি জানাতে পারেননি।

উল্লেখ্য, সোমবার (৫ ফেব্রুয়ারি) সিলেটে যাবেন খালেদা জিয়া। এছাড়া, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণা করবেন রাজধানীর একটি বিশেষ আদালত। এ রায়কে ঘিরে রাজনীতির মাঠ দখল করতে চায় বিএনপি, এদিকে ক্ষমাতাসীন আওয়ামী লীগও এটাকে ভালোভাবেই মোকাবেলার ঘোষণা দিয়েছে। ইতোমধ্যেই সারা দেশে মাঠে থাকা বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Link copied!