ইসির সঙ্গে বিএনপির বৈঠক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৭, ২০১৮, ০১:০১ পিএম
ইসির সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকা: জাতীয় নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টিসহ বেশ কয়েকটি দাবি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন বিএনপির একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁও-এ নির্বাচন কমিশন সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপির ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ অন্য কমিশনাররাও উপস্থিত রয়েছেন।

এর আগে কমিশনের সঙ্গে বৈঠক করতে সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির প্রতিনিধি দলটি নির্বাচন কমিশন কার্যালয়ে পৌঁছায়।

দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের পাশাপাশি, বিএনপির নেতাকর্মীদের মুক্তি ও দলীয় কর্মসূচি পালন প্রভৃতি বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে আলোচনা হবে।

তার আগে গত অক্টোবরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে ২০ দফা দাবি তুলে ধরেছিল বিএনপি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!