কার্টুনিস্ট কিশোর, লেখক মুশতাক গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৬, ২০২০, ০১:৫৮ পিএম
কার্টুনিস্ট কিশোর, লেখক মুশতাক গ্রেপ্তার

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও ডানে লেখক মুশতাক আহমেদ। ছবি: সংগৃহীত

ঢাকা : রাজধানীর কাকরাইল ও লালমাটিয়া থেকে আটক কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘র‌্যাব-৩ এর একটি দল আটককৃতদের রমনা থানায় হস্তান্তর করেছে।’

বুধবার (৬ মে) সকালে বিষয়টি র‌্যাব-৩ নিশ্চিত করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা জামশেদুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

কার্টুনিস্ট কিশোরকে কাকরাইল ও লেখক মুশতাককে লালমাটিয়ার বাসা থেকে গতকাল নিয়ে আসা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তাদেরকে আজ আদালতে হাজির করা হবে।’

রমনা থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, ‘এই মামলার ১১ জন আসামি। তাদের মধ্যে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

কার্টুনিস্ট কিশোর তার ‘আমি কিশোর’ ফেসবুক অ্যাকাউন্টে দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন সমালোচনামূলক কার্টুন-পোস্টার পোস্ট করতেন। মুশতাক তার ফেসবুক অ্যাকাউন্টে কিশোরের সেসব পোস্টের কয়েকটি শেয়ার করেছিলেন।

সোনালীনিউজ/এএস

Link copied!