গভীর রাতে দৌড়ে ৫ ছিনতাইকারীকে ধরল পুলিশ

  • নিজস্ব প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৬, ২০২৪, ১১:৫২ এএম
গভীর রাতে দৌড়ে ৫ ছিনতাইকারীকে ধরল পুলিশ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় গভীর রাতে দৌঁড়ে পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সবুজ রহমানের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মোহাম্মদপুর-গাবতলী বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া ছিনতাইকারীরা হলেন- রানা ওরফে হামিদ (২৭), সাগর ওরফে হৃদয় (১৯), রিপন (২২), পারভেজ (২৪) ও ইউসুফ (২৩)।

ডিএমপির মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সবুজ রহমান জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড় এলাকায় কয়েকজন ছিনতাইকারীর অবস্থানের খবর পান তারা। সেখানে দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল তারা। পুলিশ গেলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের ধাওয়া দেয় পুলিশ সদস্যরা। পরে ঢাকা উদ্যান পর্যন্ত দৌঁড়ে পাঁচজনকে আটক করতে সক্ষম হন তারা। এ সময় ছিনতাইকারীদের সঙ্গে থাকা সুইস গিয়ার, খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতার পাঁচজনের নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এমএস

Link copied!