কেন্দ্রীয় ব্যাংকে আগুনের ঘটনায় জিডি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৪, ২০১৭, ০৭:১৯ পিএম
কেন্দ্রীয় ব্যাংকে আগুনের ঘটনায় জিডি

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সুউচ্চ ভবনের ১৪ তলায় ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) সকালে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক নুরুল হক আগুনের ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় ওই জিডি করেন।

তবে অগ্নিকাণ্ডের এ ঘটনায় জিডিতে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়নি।  

জিডির বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, জিডিতে আগুন লাগার ঘটনার বর্ণনা রয়েছে। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ বা কীভাবে আগুন লেগেছে তা উল্লেখ নেই।

বৃহস্পতিবার রাত ৯টা ২৮ মিনিটে বাংলাদেশ ব্যাংক ভবনের ১৪ তলার একটি কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ৩৪ মিনিটে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বাংলাদেশে আর্থিক খাতের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কেন্দ্রীয় ব্যাংকের ৩০ তলা ওই ভবনের ১৪ তলায় বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের কার্যক্রম পরিচালিত হয়।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!