• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৩, ২০১৭, ১০:৫৮ পিএম
বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সুউচ্চ ভবনের ১৩ তলায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত পৌণে ১০টার দিকে রাজধানীর মতিঝিলে অবস্থিত ৩০ তলা বিশিষ্ট ভবনে আগুন লাগে।

আগুন লাগা ১৩ তলায় বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের কার্যক্রম পরিচালিত হয় বলে জানিয়েছেন ভবনে অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের একজন যুগ্ম পরিচালক।

তিনি জানান, ফায়ার সার্ভিস কর্মীরা ১৩ ও ১৪ তলায় পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাদের চেষ্টায় আগুন ততোটা ছড়াতে পারেনি। শিগগিরই আগুন নিয়ন্ত্রণে আসবে বলে ধারণা করছি।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকে আগুন লাগার খবর পেয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, গভর্নর ফজলে কবির দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সপ্তাহের শেষ দিন হওয়ার কারণে বিকেলে আগে ভাগেই ভবন ছেড়ে যান কর্মকর্তা ও কর্মকর্মীরা। রাত পৌণে ১০টার দিকে কোনো কর্মব্যস্ততা ছিল না। এসময়ই আগুনের সূত্রপাত হয়। তবে কে বা কারা অথবা কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা রহস্যময়।

বাংলাদেশ ব্যাংক ভবন বাংলাদেশের মধ্যে অন্যতম উঁচু ভবন। এটি মতিঝিলের কেন্দ্রীয় ব্যবসায়িক স্থানে অবস্থিত। এই ভবনটির উচ্চতা ১০১ মিটার (৩৩১ ফু) এবং ৩০ তলা বিশিষ্ট। এটি বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তর ভবন।

১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকের মতিঝিলে অবস্থিত প্রধান কার্যালয়ের ওই সুউচ্চ ভবনটি নির্মিত হয়। ২০১২ সাল পর্যন্ত এটি ছিল দেশের সবচেয়ে উুঁচ আকাশচুম্বী ভবন। তবে ২০১২ সালে ১৭১ মিটার (৫৬১ ফু) উচ্চতা বিশিষ্ট সিটি সেন্টার নির্মাণ করার পর সেটা সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত পায়। বর্তমানে বাংলাদেশ ব্যাংক ভবনটি দেশের তৃতীয় সুউচ্চ ভবন হিসেবে স্বীকৃত।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!