খিলগাওয়ে ভল্ট ভেঙে ৭৩ লাখ টাকা চুরি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৯, ২০১৮, ১০:১১ এএম
খিলগাওয়ে ভল্ট ভেঙে ৭৩ লাখ টাকা চুরি

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার একটি ব্যবসা প্রতিষ্ঠানের শাখা কার্যালয়ের ভল্ট ভেঙ্গে ৭২ লাখ ৮০ হাজার টাকা চুরি হয়েছে। রোববার সকালে খিলগাঁও চৌধূরীপাড়ার ৪২৫/বি নম্বর বাড়ির ইউনিলিভারের পরিবেশকের কার্যালয়ে এ ঘটনা হয়।

ওই কার্যালয়ের ম্যানেজার ফরিদ আহমেদ ডেইলি বাংলাদেশকে বলেন,শনিবার রাত ১১টায় অফিস বন্ধ করে চলে যাই। রোববার সকাল সাড়ে ৮টার দিকে অফিসের তালা খুলতে গিয়ে দেখি ভেতর থেকে ছিটকিনি লাগানো। পরে পুলিশে খবর দিলে তারা দরজা ভেঙ্গে ভেতরে ঢুকি। ভেতরে ঢুকেই টাকা রাখার ভল্টের তালা ভাঙ্গা দেখতে পাই।

চারতলা এই কার্যালয়ের জানালার গ্রীল কাটা পাওয়া গেছে। দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)সদস্যরা এসে ক্রাইম সিন আলামত সংগ্রহ করেন।

রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা ডেইলি বাংলাদেশকে বলেন,এ ঘটনায় মামলা হয়েছে। ভবনের নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেয়া হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/আকন

Link copied!