ঘুষের টাকাসহ ওয়াসা কর্মচারী গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৬, ২০১৮, ০৭:৫৫ পিএম
ঘুষের টাকাসহ ওয়াসা কর্মচারী গ্রেপ্তার

ঢাকা: ঘুষের দুই লাখ টাকাসহ ঢাকা ওয়াসার (জোন-৯) উত্তরা প্রকল্প ব্যবস্থাপক কার্যালয়ের ফিল্ড অফিসার মো. জাহিদুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৬ জুন) দুপুরে উত্তরার দক্ষিণ খানের ৬ নম্বর সেক্টরে নিজ কার্যালয় থেকে ওই ওয়াসা কর্মচারীকে ঘুষ গ্রহণকালে গ্রেপ্তার করা হয়।

দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল হাতে-নাতে জাহিদুর রহমানকে গ্রেপ্তার করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, ওয়াসার এক গ্রাহকের বকেয়া বিল মওকুফ ও নিয়মিত করতে জাহিদুর রহমান ঘুষ দাবি করলে তিনি দুদকে অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে কমিশন থেকে বিশেষ টিম গঠন করে মঙ্গলবার এই ফাঁদ পাতা হয়। গোল্ড ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজারের কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করেছিলেন জাহিদুর রহমান।

দুদকের ফাঁদে পা দিয়ে জাহিদুর রহমান ২ লাখ টাকা ঘুষ গ্রহণকালে সংস্থাটির বিশেষ দলের সদস্যরা তাকে হাতে-নাতে গ্রেপ্তার করে। ওই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!