ইসকনের সদস্য সনাক্তকরণের প্রধান চারটি চিহ্ন

  • সোনালী ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০৩:৩৭ পিএম
ইসকনের সদস্য সনাক্তকরণের প্রধান  চারটি চিহ্ন

ফাইল ছবি

ইসকন বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনা সম্প্রদায়ের চারটি মূল নিয়ম ভক্তদের আধ্যাত্মিক উন্নতিতে সহায়তা করার জন্য চিহ্নিত করা হয়েছে। এ নিয়মগুলো হলো-মাংস বা আমিষ বর্জন, জুয়া খেলা বর্জন, অবৈধ বা নিষিদ্ধ যৌন সম্পর্ক বর্জন এবং নেশাজাতীয় দ্রব্য বর্জন। ইসকনের সদস্য চেনার সহজ চারটি মূল নির্দেশ নিম্নে তুলে ধরা হলো।

ভক্তরা সম্পূর্ণ আমিষভোজ ত্যাগ করে। এর পরিবর্তে তারা শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করেন এবং কৃষ্ণকে উৎসর্গ করা প্রসাদ ভক্ষণ করেন।

এই নিয়মে কোনো প্রকার জুয়া বা বাজি ধরা নিষিদ্ধ। এতে ভক্তরা অর্থ ও সময় নষ্ট হওয়া থেকে বিরত থাকেন।

বিবাহিত দম্পতির মধ্যে বৈধ যৌন সম্পর্ক অনুমোদিত, অন্য সকল অবৈধ বা নিষিদ্ধ সম্পর্ক কঠোরভাবে বর্জনীয়।

সব ধরনের মাদক, তামাক এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্য গ্রহণ থেকে ভক্তরা বিরত থাকেন।

ইসকনের এই নিয়মগুলো ভক্তদের শুধুমাত্র আধ্যাত্মিক নয়, সামাজিক ও শারীরিক জীবনকেও সুগঠিত করতে সহায়ক।

এসএইচ
 

Link copied!