কোনো রোজাদারকে দিনের বেলায় খেতে দেখলে কী করবেন?

  •  ধর্মচিন্তা ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৪, ২০১৯, ১২:০৯ পিএম
কোনো রোজাদারকে দিনের বেলায় খেতে দেখলে কী করবেন?

ঢাকা: অনেক সময় এমনটি হয় যে, রোজা অবস্থায় ভুলে মানুষ খাবার খেয়ে ফেলে। কিংবা এ কাজ এমন মানুষ করে বসে; যে ব্যক্তি নিয়মিত রোজা পালন করে থাকে। এমন ব্যক্তিকে দিনের বেলায় রোজা অবস্থায় খাবার খেতে দেখলে আপনার করণীয় কী?

রোজা অবস্থায় কেউ যদি ভুল খাবার খেয়ে ফেলে আর স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তা মুখ থেকে ফেলে দেয়, তবে তার রোজা ভাঙবে না। ইসলামি শরিয়তের নির্দেশনাও এটি।

আর রমজান মাসে সুস্থ সবল কোনো ব্যক্তিকে খাবার খেতে দেখলে তাকে রোজার কথা স্মরণ করিয়ে দেয়া। হতে পারে এ ব্যক্তি রোজার কথা স্মরণ না থাকার কারণে ভুলে খাবার গ্রহণ করছে।

আর খাবার গ্রহণকারী ব্যক্তি অসুস্থ, একেবারেই দুর্বল কিংবা অত্যন্ত বৃদ্ধ, তবে সে ব্যক্তিকে খাবার খাওয়ার সময় রোজার কথা স্মরণ না করাই উত্তম। (বাহরুর রায়েক, ফাতহুল কাদির, দুররুল মুখতার)

সোনালীনউজ/ঢাকা/এসআই

Link copied!