অত্যন্ত গোপনে ফেসবুকে ইউজারদের তথ্য চায় মার্কিন সরকার!

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৫, ২০১৬, ০৫:৩৫ পিএম
অত্যন্ত গোপনে ফেসবুকে ইউজারদের তথ্য চায় মার্কিন সরকার!


মার্কিন এই সোশ্যাল মিডিয়াতে সর্বশেষ প্রকাশিত ‘গ্লোবাল গভর্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্টে’দেখা যায়, ২০১৫ সালের শেষ দিকে ফেসবুক ইউজারদের তথ্য চেয়ে অনুরোধের সংখ্যা আগের তুলনায় ১৩ শতাংশ বেড়েছে। ওবামা প্রশাসন সর্বমোট ৪৬ হাজার ৭৬৩ বার ফেসবুক ইউজারদের তথ্য চেয়েছে। প্রতিবেদনটি সরকারের একটি ‘গ্যাগ অর্ডার’ বা নিষেধাজ্ঞার উপরেও দৃষ্টিপাত করে। ফেসবুককে করা মার্কিন সরকারের ৬০ শতাংশ অনুরোধ ‘নন ডিসক্লোজার অর্ডার’-এর সঙ্গে এসে ছিল, যা ফেসবুককে কোনো প্রশ্নের সম্মুখীনে ইউজারদের এ সম্পর্কে জানাতে নিষেধ করে, জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট। নির্দিষ্ট দেশগুলোতে তাদের স্থানীয় খবরের বিষয় আটকে দেওয়ার অনুরোধও পায় ফেসবুক।
২০১৫ সালের নভেম্বরের প্যারিসের হামলার সঙ্গে সম্পর্কিত একটি ছবি আটকানোর জন্য ৩২ হাজার বার অনুরোধ জানায় ফরাসী সরকার। তারা ‘মানুষের তথ্যের ব্যাকডোর বা সরাসরি কোনো পথ’ হিসেবে কাজ করে না, প্রত্যেকটা অনুরোধের ক্ষেত্রেই এমন বিশ্লেষণ দিয়েছে ফেসবুক। সূত্র: কলকাতা

সোনালীনিউজ/এইচএআর

Link copied!