অপমানজনক মন্তব্যে নতুন পদক্ষেপ টুইটারে

  • বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৬, ০১:৫৯ এএম
অপমানজনক মন্তব্যে নতুন পদক্ষেপ টুইটারে

ক্রমবর্ধমান হয়রানি সমস্যা রোধে ইউজারদের সাহায্য করতে পারে এমন এক নতুন টুল বানাতে চলেছে টুইটার। ব্লুমবার্গের প্রতিবেদন মতে, নতুন একটি ফিচার বানাচ্ছে টুইটার, যা অবমাননাকর কি-ওয়ার্ড ব্লক করার সুবিধা দেবে ইউজারদের। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র থেকে জানা গেছে, বিগত প্রায় বছর খানেক যাবৎ অবমাননাকর শব্দ ব্লকের ধারণা নিয়ে আলোচনা করে যাচ্ছে টুইটার। তবে এখনো স্পষ্ট নয় যে, নতুন ফিচারটি কবে প্রকাশ্যে আসবে। এর আগেও হয়রানি রোধে নানা উদ্যোগ নিয়েছে টুইটার। তাতে অল্প-বিস্তর সুফল পাওয়া গেলেও সমূলে হয়রানি রোধ করা যায়নি। সূত্র: কলকাতা

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!